Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিআইজি প্রিজনস পার্থ গোপালের জামিন নাকচ


১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২২ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫৬

ঢাকা: সিলেট কেন্দ্রীয় কারাগারের উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপালের বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের ঘটনায় ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিং আইনের মামলায় জামিনের আবেদন নাকচ করেছেন আদালত।

রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

এদিন পার্থ গোপালের পক্ষে তার আইনজীবী সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জামিন আবেদন করেন। অন্যদিকে দুদকের পক্ষে জামিনের বিরোধিতা করেন মোশাররফ হোসেন কাজল। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।

এদিকে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত ছিল আজ রোববার। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় একই আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ অক্টোবর নতুন তারিখ ঠিক করে দেন।

এর আগে, গত ২৮ জুলাই সকাল থেকে পার্থ গোপালকে জিজ্ঞাসাবাদের পর বিকেলে তার গ্রিন রোডের বাসায় অভিযান চালানো হয়। দুদকের পরিচালক মুহাম্মদ ইউসুফের নেতৃত্বে একটি দল পার্থ গোপালের বাসায় অভিযান চালায়। অভিযানে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। এরপর তাকে গ্রেফতার দেখানো হয়। পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

৮০ লাখ টাকা উদ্ধার ঘুষ গ্রহণ ডিআইজি প্রিজনস পার্থ গোপাল মানি লন্ডারিং সিলেট কেন্দ্রীয় কারাগার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর