Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উপ-নির্বাচনে জাপার প্রার্থী ১ লাখ বেশি ভোট পেয়ে নির্বাচিত হবে’


১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০৩ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০৪

ঢাকা: রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, ‘এই আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অন্তত ১ লাখ বেশি ভোট পেয়ে নির্বাচিত হবেন।’

রোবাবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে বিভাগীয় সাংগঠনিক টিমের যৌথ সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বিভাগীয় সাংগঠনিক টিমের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনের আগেই জাতীয় পার্টির প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলেও জানান পার্টির মহাসচিব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘রংপুর-৩ আসনের উপ-নির্বাচন পরিচালনার জন্য পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে আহ্বায়ক এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। পার্টির প্রার্থী রাহগীর আল মাহি সাদ এরশাদের পক্ষে ইতোমধ্যেই প্রতিটি ওয়ার্ডে কাজ শুরু হয়েছে।’

‘একাদশ জাতীয় নির্বাচনে আমরা জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছি, রংপুর-৩ আসনটি ১৯৮৬ সাল থেকেই জাতীয় পার্টির। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই আসনে বারবার নির্বাচিত হয়েছেন। আশা করছি, রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি প্রার্থীকে সমর্থন দেবে’, যোগ করেন রাঙা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান বলেন, ‘এরশাদ তার জীবদ্দশায় ভাতিজা আসিফকে জাতীয় পার্টি থেকে বহিস্কার করেছেন। তাই আসিফ এখন আর জাতীয় পাার্টির কেউ না। গত রংপুর সিটি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিয়ে সামান্য ভোট পেয়েছিলেন আসিফ। তাই উপ-নির্বাচনে আসিফ কোনো আলোচ্য বিষয় নয় ‘

বিজ্ঞাপন

বিভাগীয় সাংগঠনিক টিমে উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগের আহ্বায়ক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু, সদস্য সচিব আলমগীর সিকদার লোটন, বরিশাল বিভাগের আহ্বায়ক প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, সদস্য সচিব এমরান হোসেন মিয়া, সদস্য মিজানুর রহমান, সদস্য- পার্টির সাংগঠনিক সম্পাদক ফখরুল আহসান শাহজাদা প্রমুখ।

রংপুর-৩ উপনির্বাচন সাদ এরশাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর