বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে কবজি উড়ে গেল র্যাব কর্মকর্তার
১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৩৬ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৫৬
ঢাকা: যশোরের অভয়নগর উপজেলায় হাতবোমা বিস্ফোরণে শহীদুল ইসলাম নামে এক র্যাব কর্মকর্তা গুরুতর জখম হয়েছেন। বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ হলে তার হাতের কবজি উড়ে যায়।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে অভয়নগর থানা চত্বরে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়।
শহীদুল ইসলাম খুলনার খালিশপুর র্যাব-৬ এর করপোরাল (সার্জেন্ট) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি সিলেটে।
র্যাব-৬ এর অপারেশন অফিসার মেজর এ এম আশরাফুল ইসলাম সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এদিন সকাল সাড়ে ১০টার দিকে অভয়নগর থানা চত্বরে বোমা নিষ্ক্রিয় করছিলেন শহীদুল ইসলাম। হঠাৎ অসাবধানতাবশত একটি বোমা বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেজর আশরাফুল বলেন, এরই মধ্য শহীদুলের শরীরে একটি অস্ত্রোপচার করা হয়েছে। তার বাম হাতের কবজির ওপর থেকে কেটে ফেলতে হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।