Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গাদের অবস্থা জানতে কক্সবাজারে মার্কিন প্রতিনিধি দল


১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:১৮

কক্সবাজার: মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বর্তমান অবস্থা দেখতে কক্সবাজারে গেছে মার্কিন সরকারের একটি প্রতিনিধি দল।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে প্রতিনিধি দলটি। সেখান থেকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদের্শনে যান প্রতিনিধি দলের সদস্যরা। তারা কুতুপালং এর ১৮ নং ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

বিজ্ঞাপন

এই প্রতিনিধি দলটির সঙ্গে রয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার।

এছাড়া চীনের একটি প্রতিনিধি দলও এই মুহূর্তে কক্সবাজারে অবস্থান করছে।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন: আবারও কক্সবাজারে চীনা প্রতিনিধি দল

কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প টপ নিউজ মার্কিন প্রতিনিধি দল রোহিঙ্গাদের অবস্থা