Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনের নবজাতক রেখে বাবা-মা উধাও


১৫ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৭ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩৬

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সদ্য ভূমিষ্ঠ হওয়া এক নবজাতক ফেলে পালিয়েছে মা-বাবা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোর সারে ৫টার দিকে নবজাতকটি জন্ম নেয়।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে নবজাতকটি হাসপাতালে ১০৬ নাম্বার ওয়ার্ডের থাকলেও নবজাতকের সঙ্গে থাকা মা-বাবাকে খুঁজে পাচ্ছে না কর্তৃপক্ষ।

ঢাকা মেডিকেল হাসপাতালে প্রশাসনিক ব্লক এর ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর বলেন, ‘হাসপাতালে নথিতে দেখা যায় ১৩ সেপ্টেম্বর ভোর সাড়ে পাঁচটার দিকে সিজারের মাধ্যমে নবজাতটি ভূমিষ্ঠ হয়। হাসপাতালের নথিতে দেখা যায়, নবজাতকটির মায়ের নাম নাহার ও বাবার নাম রাসেল এবং ঠিকানায় দেখা যায় মিরপুর ১ এলাকা।’

সিজারের মাধ্যমে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মা ও সন্তান সুস্থ থাকার কারণে তাদের ১০৬ নম্বর ওয়ার্ডে রাখা হয়।

আব্দুল গফুর আরও জানান, ওই নবজাতককে আমরা ঢামেক হাসপাতালের ২১১ নম্বর নবজাতক বিভাগে নিয়ে এসেছি। সেখানে চিকিৎসকরা বাচ্চাটিকে পরীক্ষা-নিরীক্ষা করে ও তার ওজন মেপে দেখেছেন নবজাতকের ওজন ২ কেজি ৪০ গ্রাম। শিশুটি সুস্থ আছে। নবজাতককে হাসপাতাল হেফাজতে রাখা হয়েছে। নবজাতককে ফেলে রেখে যাওয়ার বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে সংবাদ পেয়ে আমরা ওই ওয়ার্ড পরিদর্শন করেছি এবং নবজাতককে দেখেছি। ওয়ার্ডের আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সন্ধ্যার সময় নবজাতকটির বাবা-মায়ের মধ্যে ঝগড়া হয়। এরপর থেকেই তারা দুইজন নিখোঁজ। বিষয়টি আমরা শাহবাগ থানাকে অবগত করেছি।

বিজ্ঞাপন

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘একটি নবজাতক বাচ্চাকে ফেলে তার বাবা-মা চলে গেছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে এ পর্যন্ত বাচ্চাটির কোনো অভিভাবক পাওয়া যায়নি।’

পরিচালক জানান, বাচ্চাটি সুস্থ আছে। দুই একদিন আমরা হাসপাতালে রাখব। কেউ না এলে সমাজ কল্যাণের মাধ্যমে শিশুনিবাসে হস্তান্তর করা হবে।

টপ নিউজ ঢাকা মেডিকেল ঢামেক ঢামেক হাসপাতাল হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর