Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে বাসচাপায় দুই স্কুলছাত্রের মৃত্যু


১৫ সেপ্টেম্বর ২০১৯ ১১:০০ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫১

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের উপজেলার কালিয়াচাপড়ায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন সদর উপজেলার চৌদ্দশত এলাকার আবু তাহেরের ছেলে হৃদয় (১৬), একই এলাকার চান্দু মিয়ার ছেলে রুমন (১৬)। তারা চৌদ্দশত হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে স্কুলছাত্র দুইবন্ধু কিশোরগঞ্জ থেকে কটিয়াদী যাচ্ছিল। পথে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের উপজেলার কালিয়াচাপড়া ইকোনমিক জোনের কাছে ঢাকাগামী অনন্যা সুপার সার্ভিসের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, গুরুতর একছাত্রকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কিশোরগঞ্জ বাসচাপা স্কুলছাত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর