Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জের ইটনায় ট্রলার ডুবে মা ছেলেসহ ৩ জনের মৃত্যু


১৫ সেপ্টেম্বর ২০১৯ ০২:১৫

ফাইল ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় ইঞ্জিনচালিত ট্রলার ডুবে মা-ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিমলা-বর্শিকুড়া বাজার ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বাদলা ইউনিয়নের শিমলা উত্তরপাড়ার বাবুল মিয়ার স্ত্রী মোছা. ইয়াসমিন (৩০), বাবুল মিয়ার সাত বছরের ছেলে ইয়াসিন মিয়া ও রায়টুটি ইউনিয়নের গন্ধর্বপুর পূর্বপাড়ার জব্বার হোসেনের স্ত্রী মোছা. আছিয়া খাতুন (৬০)।

বিজ্ঞাপন

নৌকা ডুবিতে আহত করিমগঞ্জ উপজেলার করনশী গ্রামের বদরুল আলমের স্ত্রী জাহেদা খাতুন (৩০) হাসপাতালে ভর্তি রয়েছন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বিকেলে ইঞ্জিনচালিত ট্রলারটি তাড়াইল থেকে যাত্রী নিয়ে ইটনার রায়টুটী ইউনিয়নের ধারা যাচ্ছিল। শিমলা-বর্শিকুড়া বাজার ঘাটে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয় লোকজন মা-ছেলের লাশসহ তিন জনের মরদেহ উদ্ধার করে। নৌকা ডুবিতে আহত করিমগঞ্জ উপজেলার করনশী গ্রামের বদরুল আলমের স্ত্রী জাহেদা খাতুন (৩০) হাসপাতালে ভর্তি।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিন জনের মৃত্যু নৌকা ডুবি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর