Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নিয়ন্ত্রণের পথে’ ডেঙ্গু, নতুন ভর্তি ৫২৭ জন


১৫ সেপ্টেম্বর ২০১৯ ০১:৫৯

ঢাকা: চলতি মৌসুমে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়ে গেছে অতীতের সব পরিসংখ্যান। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (১৪ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় নতুন ৫২৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগস্টে সর্বোচ্চ সংখ্যক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হলেও একই মাসের শেষ দিকে কমতে থাকে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। ডেঙ্গু রোগের ‘পিক টাইম’ বলে পরিচিত সেপ্টেম্বর মাসেও রোগীর সংখ্যা কমতে থাকে। বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি ‘নিয়ন্ত্রণের পথে’।

বিজ্ঞাপন

শনিবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, চলতি মৌসুমে সারাদেশে ৮০ হাজার ৫৬৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ৭৭ হাজার ৩৬৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৯৯৯ জন।

তিনি আরও জানান, বর্তমানে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ২৮৫ জন ডেঙ্গু রোগী। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৭১১ জন রোগী।

এদিকে চলতি বছরে এখন পর্যন্ত সম্ভাব্য ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২০৩ জনের মৃত্যুর খবর  পেয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর)। এর মধ্যে ডেঙ্গুতে মৃত্যু পর্যালোচনা কমিটি ১০১টি মৃত্যু পর্যালোচনা করেছে। তার মধ্যে ৬০ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।

ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি নিয়ে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণে এটা বলা যাবে না। তবে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতিকে আমরা বলতে পারি ‘নিয়ন্ত্রণের পথে’। কারণ ঢাকায় রোগী ভর্তির সংখ্যা কমে এলেও ঢাকার বাইরের চিত্র কিন্তু আলাদা। আক্রান্তের হার এবং রোগী ভর্তি সংখ্যা এখনো বেশি। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাই এখন চ্যালেঞ্জ।’

ডেঙ্গু প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘অন্যান্য বছর আমরা দেখেছি সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি ছিল। কিন্তু এবার জনগণের সচেতনতা, সরকারের পদক্ষেপ— সবকিছু মিলিয়ে সেপ্টেম্বরে রোগী ভর্তির সংখ্যা অনেক কমে এসেছে। ভবিষ্যতেও আমাদের সতর্ক থাকতে হবে।’

বিজ্ঞাপন

এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ৩৪ জন, এসএমসি ও মিটফোর্ড হাসপাতালে ২২ জন, ঢাকা শিশু হাসপাতালে ২ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন।

এছাড়াও বিএসএমএমইউতে ১১ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে চার জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সাত জন ও কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে এক জন রোগী ভর্তি হয়েছেন।

অন্যদিকে, ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৮ জন রোগী।

পাশাপাশি ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ৭৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪৬ জন ও খুলনা বিভাগে ১৪৩ জন, রংপুর বিভাগে আট জন, রাজশাহী বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগে ৪৯ জন, সিলেট বিভাগে নয় জন, ময়মনসিংহ বিভাগে সাত জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: ৮০ হাজার পেরুলো ডেঙ্গু রোগীর সংখ্যা, সুস্থ ৯৬ শতাংশ

ডেঙ্গু ডেঙ্গু আক্রান্ত বিএসএমএমইউ হেলথ অ্যান্ড হোপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর