রেনু হত্যা: তদন্তে ধীরগতি, ফের পেছাতে পারে চার্জশিট দাখিল
১৪ সেপ্টেম্বর ২০১৯ ২০:৪৪ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ০৯:১৫
ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনু হত্যা মামলার অভিযোগপত্র বা চার্জশিট দাখিল ফের পেছাতে পারে। পুলিশ বলছে, হাসপাতাল থেকে ময়নাতদন্ত প্রতিবেদন এখনও পাওয়া যায়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন না পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে। সেখান থেকে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর চার্জশিট তৈরির কাজ শুরু করা হবে।
এর আগে গত ২৮ আগস্ট ঢাকা মহানগর হাকিম জসিম উদ্দিন মামলার তদন্ত কর্মকর্তাকে সেপ্টেম্বরের ২৮ তারিখে চার্জশিট প্রদানের নির্দেশ দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক সারাবাংলাকে বলেন, ‘রেনু হত্যায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এর মধ্যে এক নারীসহ তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া যারা পলাতক রয়েছে তাদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’
আদালতের দেওয়া চার্জশিট দাখিলের তারিখ নিয়ে তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা কাজ করছি। হাসপাতাল থেকে এখনও ময়নাতদন্ত প্রতিবেদন পাইনি। প্রতিবেদনের জন্য পুলিশের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। গ্রেফতার হওয়া আসামিদের ঠিকানা যাচাইয়ের কাজও এগিয়ে চলছে। আশা করি অল্প সময়ের মধ্যে চার্জশিট দিতে পারব। তবে ২৮ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দেওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে আবারও সময়ের জন্য আবেদন কর হবে।’
এদিকে মামলার বাদী নিহত রেনুর ভাগিনা নাসির উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘মামলার তদন্তে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। তদন্ত কর্মকর্তা আদালতে দুইবার উপস্থিত থাকতে পারেননি। ফলে আদালত দুবারই তারিখ পিছিয়ে চার্জশিট জমা দেওয়ার জন্য নতুন দিন ধার্য্য করেছেন। ’
মামলায় যাতে কেউ প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য সংশ্লিষ্টদের প্রতি খেয়াল রাখার অনুরোধ করেন নাসির উদ্দিন।
মামলার তদন্তে ধীর গতির বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘তদন্তে ধীর গতি হচ্ছে না। একটি চাঞ্চল্যকর হত্যা মামলার চার্জশিট দেখে শুনেই দেওয়া হয়; যাতে নিরাপরাধ কেউ চার্জশিটে অন্তর্ভূক্ত না হয়। এছাড়া হাসপাতাল থেকে এখনও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি। সব মিলিয়ে তদন্তকাজ চলছে। খুব শিগগিরই আদালতে চার্জশিট দেওয়া হবে।‘
এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান সারাবাংলাকে বলেন, বাড্ডায় চাঞ্চল্যকর রেনু হত্যা ঘটনায় খুব শিগগিরই চার্জশিট প্রদান করা হবে। তদন্তকাজ অল্প সময়ে শেষ হবে বলে আশা করছি।’
কোন ধারায় চার্জশিট প্রদান করা হবে জানতে চাইলে মাসুদুর রহমান বলেন, ‘যেহেতু এটি একটি হত্যা মামলা, তাই ওই ধারাতেই (৩০২) চার্জশিট দেওয়া হবে।’
উল্লেখ্য, গত ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করাবেন বলে স্থানীয় একটি স্কুলে যান তাসলিমা বেগম রেনু (৪০)। এ সময় তাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়।
ওই রাতেই রেনুর বোনের ছেলে নাসির উদ্দিন বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা পাঁচশজনকে আসামি করা হয়। পরে সিসিটিভির ফুটেজ দেখে গণপিটুনিতে জড়িত মোট ১৪ জনকে শনাক্তের পর গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার ওই ১৪ জন হলেন- মুরাদ, সোহেল রানা, বিল্লাল হোসেন, আসাদুল ইসলাম, রাজু আহমেদ, মো. শাহীন, মো. বাচ্চু মিয়া, মো. বাপ্পি, মো. কামাল হোসেন, আবুল কালাম আজাদ, জাফর হোসেন, মূলহোতা হৃদয় ওরফে ইব্রাহিম, রেনুকে ছেলেধরা প্রচারকারী প্রথম নারী রিয়া বেগম।
১৪ জনের মধ্যে জাফর, হৃদয় আর রিয়া বেগম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আসামিরা বর্তমানে কারাগারে রয়েছে।