একদিন আগেই পরীক্ষা কেন্দ্র দেখে যাওয়ার পরামর্শ জবি উপাচার্যের
১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৮:০৪ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৮:১৪
জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইউনিট-৩ বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে এক প্রেসব্রিফিংয়ে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান পরীক্ষার্থীদেরকে সব ধরনের হয়রানি এড়ানোর জন্য পরামর্শ দিয়ে বলেন, ‘আগের দিন ক্যাম্পাসে এসে নিজ নিজ পরীক্ষা কেন্দ্র দেখে যাওয়া ভালো। যাতে পরীক্ষার দিন রুম খুঁজে পেতে সমস্যা না হয়।’
শনিবার (১৪ সেপ্টেম্বর) পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এসময় উপাচার্য বলেন, ‘পরীক্ষায় ১ম শিফট ও ২য় শিফটের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মধ্যে ৯৮ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল। তবে শিক্ষার্থীদের বেশ কিছু সমস্যা দেখা গেছে। বেশকিছু শিক্ষার্থী যথাসময়ের পরে এসেছেন, এসে নিজের পরীক্ষা রুম খুঁজে পেতে সময় লেগেছে।’
এসব সমস্যার জন্য তিনি বলেন, ‘পুরান ঢাকা অত্যাধিক যানজটপূর্ণ এলাকা। এখানে সবসময় যানজট লেগেই থাকে। তারপরও এবার ট্রাফিক পুলিশ আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন।’
তিনি আরও বলেন, ‘পরীক্ষার্থীদের পরীক্ষার দিন পর্যাপ্ত সময় হাতে নিয়ে আসা দরকার। কেননা পরীক্ষার দিন পুরান ঢাকায় অনেক যানজট থাকে। এরপরও পুলিশের সঙ্গে সমন্বয় করে যানজট সহনীয় পর্যায়ে রাখতে গুলিস্তান থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবরকম যানবাহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে পরীক্ষার্থীদের বেশ কিছুটা পথ পায়ে হেঁটে আসতে হতে পারে।’ সেজন্য ঝুঁকি এড়াতে পরীক্ষার্থীদের তিনি এই পরামর্শ দেন।
এসময় বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর ও বিশ্ববিদ্যালয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিল।
উল্লেখ্য, এ বছর বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষায় ৬১০ আসনের বিপরীতে ২০ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতি আসনের বিপরীতে অংশ নিয়েছেন ৩৩ জন। তবে ৬১০টি আসনের মধ্যে বাণিজ্য বিভাগে ৪৫০ জন পরীক্ষার্থী ভর্তি সুযোগ পাবে। বাকি ১৫০ জন পরীক্ষার্থী অন্যান্য বিভাগে ভর্তির সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষায় জোড় রোল নম্বরধারী ১ম শিফটের ভর্তি পরীক্ষায় ১০ হাজার ১২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বাকি ১০ হাজার ১৮১ জন পরীক্ষার্থী ২য় শিফটের ভর্তি পরীক্ষায় অংশ নেন।