Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগে নৌকা চলত এখন গাড়ি চলে, এটিই শেখ হাসিনা সরকারের উন্নয়ন’


১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০৯

নারায়ণগঞ্জ: আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, আমার সংসদীয় এলাকা রূপগঞ্জ। রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নে আগে মানুষ নৌকায় চলাচল করত। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর একের পর এক রাস্তা হয়েছে। ব্রিজ-কালভার্ট হয়েছে। এখন আর জনগণকে নৌকাযোগে চলাচল করতে হয় না। গাড়িতে চলাচল করতে পারে। এটিই হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন।

বিজ্ঞাপন

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপু‌রে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মা‌ঝিনা মৌঝার আহাম্মদিয়া ফা‌জিল মাদরাসা বহুতল বি‌শিষ্ট ভবন নির্মাণ কা‌জের ভি‌ত্তিপ্রস্তর স্থাপন, আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ইসলামকে ভালোবাসেন। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা মাদরাসা শিক্ষাকে ভালোবাসেন। এ জন্য তিনি মাদরাসা শিক্ষাকে এত গুরুত্ব দিয়েছেন। মাদরাসা শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।’

রূপগঞ্জের এ সংসদ সদস্য আরও বলেন, ‘বর্তমান সরকার মাদরাসা শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে আসছে। সরকার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি মাদরাসা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই দিয়ে আসছে। মাদরাসা শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করতে আইটিসি কোর্স চালু করেছে। মাদরাসা শিক্ষার উন্নয়নে যত কাজ হয়েছে শুধু আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে। অতীতে কোনো সরকারের আমলে মাদরাসা শিক্ষার উন্নয়নে এত কাজ হয়নি। এভাবে একের পর এক উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ ২০৪১ সালের আগে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে।’

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা শ্রী রবি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক আব্দুল আজিজ, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান আকন্দ, আব্দুল খালেক, সামসুল আলম, আব্দুল করিম পাঠান, কায়েতপাড়া ইউনিয়ন যুবলী‌গের সভাপ‌তি শ‌ফিকুর রহমান বাদল, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা ওমর ফারুক ভূঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মোস্তফা হোসাইন আল রাসেল, মাঝিনা মৌজার আহাম্মদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল মজিদ মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ উন্নয়ন গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর