Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উদ্বোধনের ১১ মাস পর শুরু হচ্ছে বার্ন ইনস্টিটিউটে রোগী ভর্তি


১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫৮ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২০

ঢাকা: আগামীকাল রোববার থেকে রোগী ভর্তি শুরু করবে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। শনিবার (১৪ সেপ্টেম্বর) সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আবুল কালাম। গত অক্টোবরে  এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল।

ড. আবুল কালাম বলেন, ‘উদ্বোধনের পর আমরা অগোছালো একটা পরিবেশ পেয়েছিলাম। কর্মী সংকট ছিলো, আরও বিভিন্ন রকমের সংকট থাকায় আমরা এতোদিন রোগী ভর্তি করাতে পারিনি। এখন সিদ্ধান্ত হয়েছে আগামীকাল রোববার থেকে আমরা ভর্তি নিবো। এখন থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেই সব ধরনের সেবা পাওয়া যাবে।’

বিজ্ঞাপন

আগামীকাল থেকে চারটি ওয়ার্ডে একযোগে চিকিৎসা সেবা দেওয়া শুরু হবে জানিয়ে তিনি বলেন, ‘দুটো ওয়ার্ডে পুরুষ রোগী, একটিতে নারী এবং একটি ওয়ার্ডে শিশুদের ভর্তি করা হবে। এই সপ্তাহের শেষে অপারেশন থিয়েটারও চালু হয়ে যাবে। আগামী এক সপ্তাহের মধ্যেই ইনস্টিটিউট পুরোদমে চলতে শুরু করবে।’

এছাড়া ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), পুরুষ এসডিইউ কেয়ার, নারী এসডিইউ কেয়ার বেডও আগামী সপ্তাহে চালু করা হবে বলেও জানিয়েছেন পরিচালক আবুল কালাম।

তবে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, এখনো ভবনটি অগোছালোই রয়ে গেছে। হাসপাতালে রোগী ও স্বজনদের সহজ চলাচলের জন্য বসানো এলিভেটরগুলো এখনো চালু হয়নি। অনেকগুলো লিফটও বন্ধ। কয়েকটি সিঁড়িতে এখনো সংস্কার কাজ চলছে। প্রথম তিনটি তলা বাদে সব তলায় এখনো ওয়াশরুম চালু হয়নি। চালু হয়নি ক্যান্টিনও।

এসব ব্যাপারে ড. আবুল কালাম বলেন, ‘ক্যান্টিন আগামীকাল থেকে খুলবে। আর লিফটগুলোতে সংযোগ দেওয়া হয়নি। রোগীর ভিড় বাড়লে প্রয়োজন অনুসারে এগুলো চালু করা হবে। এছাড়াও হাসপাতাল দেখভালের জন্য অনেক কর্মচারী নিয়োগ দিতে হবে। আমরা আগামীকাল থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবো। এ মাসের মধ্যেই এই বিষয়গুলো সমাধান হয়ে যাবে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে বিশ্বের সবচেয়ে বড় বার্ন হাসপাতাল হিসেবে বিবেচনা করা হয়। গত বছরের অক্টোবর মাসে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রাজধানীর চাঁনখারপুলে এক দশমিক ৭৬ একর জমিতে ৯১২ কোটি টাকা ব্যয়ে ১৮ তলাবিশিষ্ট এই বার্ন ইনস্টিটিউট নির্মাণ করা হয়। এই ইনস্টিটিউটে বার্ন ইউনিট, প্লাস্টিক সার্জারি ইউনিট এবং একাডেমিক উইং মিলে তিনটি ব্লক থাকছে। রোগীদের চিকিৎসার জন্য রাখা হয়েছে ৫০০ শয্যা। এছাড়া গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ ২২টি শয্যা এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার হাই ডেফিসিয়েন্সি ইউনিটে ২২টি শয্যা, ১২টি অপারেশন থিয়েটার এবং একটি অত্যাধুনিক পোস্ট অপারেটিভ ওয়ার্ড রাখা হয়েছে।

ড. আবুল কালাম শেখ হাসিনা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর