Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২১

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে স্নাতক (বিএফএ) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ‘চ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষা চলাকালীন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে প্রশাসন জানায়।

বিজ্ঞাপন

এ বছর চারুকলা অনুষদের অধীনে ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদনকারী ১৬,০০১জন ভর্তিচ্ছু পরীক্ষা দিয়েছেন। চারুকলা অনুষদসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান চারুকলা অনুষদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।

চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অঙ্কন পরীক্ষা আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

চ ইউনিট টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি ঢাবিতে ভর্তি পরীক্ষা