Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘের অধীনে রোহিঙ্গাদের প্রত্যাবাসন দাবি


১৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫৮ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০৮

ঢাকা: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের রাখাইন অঞ্চলকে জাতিসংঘ কর্তৃক নিরাপদ এলাকা ঘোষণা করে তাদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতারা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধুর ফাউন্ডেশন আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।

এ সময় বক্তারা জানান, রোহিঙ্গাদের কারণে বাংলাদেশকে নানা জটিলতা মোকাবিলা করতে হচ্ছে। অতিদ্রুত তাদের মিয়ানমারে ফেরত পাঠাতে হবে। এ জন্য রাখাইন অঞ্চলকে জাতিসংঘ কর্তৃক নিরাপদ এলাকা ঘোষণা করে শান্তিরক্ষী বাহিনীর অধীনে তাদের প্রত্যাবাসন করতে হবে। অন্যথায় রোহিঙ্গাদের ভাষানচরে গিয়ে থাকতে হবে।

বক্তাদের অভিযোগ, রোহিঙ্গারা আশ্রয় পেয়ে এখন কক্সবাজারকে নিজেদের বলে দাবি করছে। তাদের আরও সময় দেওয়া হলে তারা আর ফেরত যেতে চাইবে না। এ কারণে যতদ্রুত সম্ভব তাদের মিয়ানমারে ফেরত পাঠাতে হবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেকের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্ত আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ঠাণ্ডুসহ অন্যরা।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন রোহিঙ্গা. জাতিসংঘ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর