Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ইউপি সদস্যসহ তিন মাদক কারবারি আটক


১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৩:১৭

জয়পুরহাট: জয়পুরহাটে ইউনিয়ন পরিষদ সদস্যসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর এলাকা থেকে ১২০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদ সদস্য ও চকবিলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে রেজওয়ান চৌধুরী, একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আব্দুল মজিদ এবং ইব্রাহিমের ছেলে মাহবুবুল আলম।

বিজ্ঞাপন

জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি) রায়হান হোসেন জানান, আটকৃতরা দীর্ঘদিন ধরেই মটরসাইকেলযোগে জেলাসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। শুক্রবার সন্ধ্যায় তারা মাদক বিক্রির উদ্দেশ্যে মোটর সাইকেলযোগে পার্শ্ববর্তী নওগাঁর ধামইরহাট যাচ্ছিলেন। এমন খবর পেয়ে জয়পুরহাট সদর থানা পুলিশের টহল দল তাদের পিছু ধাওয়া করে জিতারপুর এলাকায় গতিরোধ করে।

এরপর তাদের দেহ তল্লাশী করে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে মাদকসহ আটক ইউপি সদস্য রেজওয়ান চৌধুরী আক্কেলপুর পৌরসভার মেয়র গোলাম মাহফুজ অবসর চৌধুরীর আপন চাচাতো ভাই বলে সামাজিক গণমাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।

আটক জয়পুরহাট টপ নিউজ মাদক কারবারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর