Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রোহিঙ্গারা মোবাইল ফোন ব্যবহার করলে কঠোর ব্যবস্থা’


১৩ সেপ্টেম্বর ২০১৯ ২০:২৯

ঢাকা: টেকনাফ ও উখিয়ায় মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করার বিষয়ে জটিলতা আছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধে সরকারের নির্দেশনা থাকলেও তা পুরোপুরি বন্ধ করতে জটিলতা আছে। তাই আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যেন বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে এ জন্য ঘোষণা দেওয়া হয়েছে। এরপরও যারা ব্যবহার করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে ২০০০ সালের এসএসসি পরীক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টেকনাফ এবং উখিয়ার আমাদের নাগরিকরা আছেন। সেখানে মোবাইল নেটওয়ার্ক যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তাদেরটা বন্ধ হয়ে যাবে। তাই ক্যাম্পগুলোতে ঘোষণা দেওয়া হচ্ছে, কেউ যেন মোবাইল ফোন ব্যবহার না করেন। তারপরও যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘রোহিঙ্গারা যে উৎস থেকে মোবাইল এবং সিম কার্ড পেয়েছে তাদের আইনের আওতায় আনতে আমরা এখন কাজ করছি। এরইমধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই উৎসের সঙ্গে কারা সম্পৃক্ত তাদের খুঁজে বের করার কাজ চলছে। ক্যাম্পগুলোতে ঘোষণা দেওয়া হচ্ছে, কেউ যেন মোবাইল ফোন ব্যবহার না করেন। তারপরও যারা ব্যবহার করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা ভুয়া তথ্য নিয়ে পাসপোর্টের জন্য যাচ্ছে তাদেরকে আমরা চিহ্নিত করা শুরু করেছি। এমনকি চিহ্নিতদের পাসপোর্ট দেওয়া বন্ধ রেখেছি। ভুয়া নাম ও ভুয়া জন্ম নিবন্ধন দিয়ে যারা পাসপোর্ট করার চেষ্টা করছেন তাদের চিহ্নিত করে মামলা এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরইমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।’

রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বের না হওয়ার কড়া হুঁশিয়ারি স্বরাষ্টমন্ত্রী বলেন, ‘যারা বাংলাদেশে ক্যাম্পে আশ্রয় নিয়েছেন তারা যেন সেখান থেকে না বের হন। যারা বের হবেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে যাচ্ছি।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর রোহিঙ্গা জনগোষ্ঠীকে মোবাইল সুবিধা না দেওয়ার বিষয়টি আগামী সাতদিনের মধ্যে নিশ্চিত করে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে জানাতে নির্দেশ দেওয়া হয়। চিঠিতে রোহিঙ্গা ক্যাম্পে সিম বিক্রি বন্ধ করা, সিম ব্যবহার বন্ধ তথা মোবাইল সুবিধাদি না দেওয়া সংক্রান্ত সকল ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়। কিন্তু নেটওয়ার্ক বন্ধে জটিলতা দেখা দেওয়ায় সেটি পুরোপুরি সম্পন্ন করতে সময় লাগবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

আসাদুজ্জামান খাঁন কামাল কামাল টপ নিউজ মোবাইল ফোন রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্প স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর