Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় সন্তানও মেয়ে হওয়ায় শিশুকে শ্বাসরোধে হত্যা!


১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৩৬

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নয় মাস বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, দ্বিতীয় সন্তানও মেয়ে হওয়ায় বদিউজ্জামান শ্বাসরোধে হত্যার পরে শিশুটির মরদেহ ডোবায় ফেলে দেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় দিকে উপজেলার মুকুন্দগাঁতি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তার প্রতিবেশীরা জানান, কয়েক বছর আগে বদিউজ্জামান কন্যা সন্তানের বাবা হন। তারপর থেকেই স্ত্রীর সঙ্গে বদিউজ্জামানের বিবাদ চলে আসছিল। প্রায়ই ঝগড়া হতো। পুত্র সন্তানের আশায় বদিউজ্জামান দ্বিতীয় সন্তানের সিদ্ধান্ত নেন। আবারও কন্যা সন্তান হওয়ায় সেই বিবাদ চরম রূপ নেয়। বদিউজ্জামান তার স্ত্রীকে মারধর শুরু করেন। সেই সঙ্গে কন্যা সন্তানকে হত্যা করবেন বলে হুমকি দিতে থাকেন।

সূত্র জানায়, বদিউজ্জামান পেশায় তাঁত শ্রমিক। সাত বছর আগে তার সঙ্গে পাবনার চাটমোহর উপজেলার মির্জাপুর গ্রামের সিকেন্দার আলীর মেয়ে সুন্দরী খাতুনের বিয়ে হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ঘটনায় দায়ের হওয়া মামলায় এসব অভিযোগ এসেছে। ঘটনার পর থেকে বদিউজ্জামান পলাতক। পুলিশ তার খোঁজ করছে।

কন্যা শিশু কন্যাশিশুকে হত্যা টপ নিউজ শ্বাসরোধে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর