Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রদলের সিদ্ধান্ত ছাত্রদলই নেবে, বিএনপির হস্তক্ষেপ নেই: ফখরুল


১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০৩ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০৮

ঢাকা: আদালতের আদেশে ছাত্রদলের কাউন্সিল স্থগিত হয়ে যাওয়া প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কাউন্সিলের বিষয়ে ছাত্রদলই নতুন করে নিজেদের সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে বিএনপির কোনো হস্তক্ষেপ নেই। ছাত্রদলের নেতাকর্মীরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাবে।’

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ছাত্রদলের কাউন্সিল বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত নেতারা রয়েছে। কবেনাগাদ এ কাউন্সিল হবে তা দায়িত্বপ্রাপ্ত নেতারা জানাবেন। তবে এখানে সরাসরি বিএনপির কোনো হস্তক্ষেপ নেই।’

ছাত্রদলের কাউন্সিল নিয়ে মামলা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘ছাত্রদলের কাউন্সিল ইস্যুতে আদালত আমাদের কাছে নোটিশ দিয়েছেন। আদালতের যা জিজ্ঞাসা রয়েছে তার জবাব আইনিভাবেই আমরা দেব।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, ‘ছাত্রদলের কাউন্সিল আটকানোর জন্য আদালতের মাধ্যমে সরকার সরাসরি হস্তক্ষেপ করছে। এই হস্তক্ষেপের নজির পৃথিবীর আর কোনো দেশে আছে বলে আমাদের জানা নেই। আমরা সরকারের এমন কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিল হওয়ার কথা ছিল। কিন্তু কাউন্সিলের একদিন আগে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আদালত থেকে ছাত্রদলের কাউন্সিলের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আসে। এছাড়া ছাত্রদলের কাউন্সিল আয়োজনে কেন স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না তা জানাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ১০ নেতাকে নোটিশ দেওয়া হয়।

ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমান উল্লাহর এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চতুর্থ সহকারী জজ নুসরাত জাহান বিথি এ আদেশ দেন।

বিজ্ঞাপন

মামলার আরজি সম্পর্কে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার গণমাধ্যমকে বলেন, ‘আমান উল্লাহ নামের এক ব্যক্তি মামলাটি করেছেন, যিনি ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু তিনি বাদ পড়ায় মামলার বিবরণীতে ‘অন্যায়ভাবে অধিকার ক্ষুন্ন’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন।’

আরও পড়ুন
ছাত্রদলের কাউন্সিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার
ছাত্রদলের কাউন্সিল দুই মাস পেছাল, নতুন তারিখ ১৪ সেপ্টেম্বর
ছাত্রদলের কাউন্সিল: সভাপতি পদে ২৭, জিএস পদে ৪৯ ফরম জমা

কাউন্সিল ছাত্রদল টপ নিউজ বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর