বগুড়ায় ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতা গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩৮ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩৯
বগুড়া: জেলা শহরের চারমাথা এলাকা থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় চারমাথা এলাকায় ফিলিং স্টেশনের পাশের শ্রমিক অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবির উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) নাসিম, উপ-পরিদর্শক (এসআই) খলিল, কনস্টেবল সাজু ও জাহাঙ্গীরসহ কয়েকজন চারমাথা এলাকায় অভিযান চালাই। এসময় শ্রমিক অফিসের সামনে দাঁড়িয়ে থাকা চার জনকে সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বসন্তের পাড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের পুত্র আলম মিয়া (৩৪), একই জেলার পলাশবাড়ী উপজেলার মোস্তফাপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে আব্দুল আহাদ ওরফে লেমন (২৮), একই গ্রামের আব্দুল হামিদের ছেলে মাফেল মিয়া (২৬) নুরারীপুরের নওশা মিয়ার ছেলে সাহাদুল ইসলাম (২৮)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তারা দীর্ঘদিন সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে বগুড়াসহ বিভিন্ন অঞ্চলে বিক্রি করতো।