Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গেস্টরুমে বসা নিয়ে রাবিতে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৭


১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২০ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৩৭

রাবি: আবাসিক হলের গেস্ট রুমে বসা নিয়ে দুই গ্রুপের দু’দফা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৭ কর্মী আহত হয়েছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মাদার বক্স হলের গেস্টরুম ও হলের সামনে এই সংষর্ঘ হয়।

সংঘর্ষে আহতরা হলেন- দর্শন বিভাগের একরাম হোসেন রিওন, মারুফ পারভেজ, রনি, জসিম, ক্রীড়াবিজ্ঞান বিভাগের লিমন, লোক প্রশাসনের সোহেল ও ইতিহাস বিভাগের রাজিব। আহতরা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাকিবুল হাসান বাকির অনুসারী বলে জানা গেছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে গেস্টরুমে ছিলেন ছাত্রলীগকর্মী কামরুল। এসময় বাকির অনুসারী লিমন গেস্টরুমে যান। সেখানে বসা নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে সেই ঘটনা হলের সামনে মারামারিতে গড়ায়।

সাবেক নেতা সাকিবুল হাসান বাকি বলেন, ‘২০১৬ সালে অনুষ্ঠিত সম্মেলনে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলাম। সেখানে একবছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়। আমি শাখা ছাত্রলীগে কোনো পদ পাইনি। সেই এক বছরের কমিটি তিন বছর হয়ে গেছে। এই তিন বছর ধরেই আমার ছেলেদের ওপর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু ও তার অনুসারীরা নির্যাতন করছে।’

তবে সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘গেস্টরুমে ঝামেলার পর লিমন বন্ধুদের নিয়ে কামরুলের রুম ভাঙচুর করে। পরে কামরুল সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।’

রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক রুনু মারধরের বিষয়টি অস্বীকার করেছেন। তবে একটি ভিডিওতে দেখা গেছে, সহ-সভাপতি সুরঞ্জিত প্রসাদ, আরিফ বিন জহির, মিজানুর রহমান সিনহা, সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার অর্ক, ছাত্রলীগ কর্মী সুব্রত মারামারিতে নেতৃত্ব দিচ্ছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘গেস্ট রুমে বসা নিয়ে দুই আবাসিক শিক্ষার্থীর মধ্যে প্রথমে ঘটনার সূত্রপাত হয়। পরে একটি বড় ঘটনা ঘটতে যাচ্ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বিষয়টি নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রক্টরিয়াল বডি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেকোনো ঘটনা নিয়ন্ত্রণের জন্য তৎপর আছেন।’

ছাত্রলীগের সংঘর্ষ টপ নিউজ রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর