মাদক নিয়ে দ্বন্দ্ব, বগুড়ায় এক ব্যক্তির পা কেটে নিলো প্রতিপক্ষ
১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫৬ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০৩
বগুড়া: মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে বগুড়া সদরে সাবগ্রাম এলাকায় হাবিল (৪৫) নামে এক ব্যক্তির পা কেটে দিয়েছে প্রতিপক্ষ। পুলিশ জানিয়েছে, হাবিলের বিরুদ্ধে মাদক ছাড়াও একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দিনগত রাতে হাবিলের ওপর প্রতিপক্ষ হামলা চালায়।
পুলিশ আরও জানায়, হাবিলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতে চাঁনপাড়ার একটি বাঁশঝাড়ে কয়েকজন সঙ্গীর সঙ্গে মাদক সেবন করছিলেন হাবিল। এ সময় প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। তারা ধারাল অস্ত্র দিয়ে হাবিলের পা কেটে দেয়।