Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে মধু পূর্ণিমা উদযাপন 


১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২১

বান্দরবান: ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করছেন মধু পূর্ণিমা।

দিনটি উপলক্ষে শুক্রবার সকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষেরা বান্দরবান জেলা শহরের বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে প্রার্থনার জন্য জড়ো হতে থাকেন। এ সময় শত শত বৌদ্ধ নর-নারী বৌদ্ধ বিহারে গিয়ে বৌদ্ধ ভিক্ষুদের ফলমূল বিভিন্ন খাবার ও মধু দান করে এবং সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করেন।

বিজ্ঞাপন

এ সময় পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশ্য সংঘদান, অষ্টপরিষ্কার দান ও হাজার প্রদীপ প্রজ্বালনসহ নানা কর্মসূচি পালন করা হয়।

বৌদ্ধ ধর্মালম্বীরা জানান, বহুবছর আগে এ পূর্ণিমাতে বুনোহাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। ওই ঘটনাকে স্মরণ করেই প্রতিবছরের ভাদ্র মাসের পূর্ণিমা তিথিকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই মধু পূর্ণিমা উদযাপন করেন।

বৌদ্ধদের দ্বিতীয় বড় ধর্মীয় অনুষ্ঠান হলো এই মধু পূর্ণিমা। মধু পূর্ণিমার অপর নাম ভাদ্র পূর্ণিমা। ভাদ্র মাসে এ পূর্ণিমা তিথি অনুষ্ঠিত হয় বলে মধু পূর্ণিমাকে অনেকেই  ভাদ্র পূর্ণিমা বলে থাকে।

গৌতম বুদ্ধ বান্দরবান বৌদ্ধ পূর্ণিমা মধু পূর্ণিমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর