Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পন্টুন মেরামতের কারণে বন্ধ বাগেরহাট-বগী পথে ফেরি চলাচল


১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০৯

বাগেরহাট: পন্টুন মেরামতের জন্য বন্ধ রাখা হয়েছে বাগেরহাট-বগী আঞ্চলিক মহাসড়কের পানগুছি নদী পারাপারের ফেরি। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে এই ফেরিটি বন্ধ রাখা হয়েছে।

এর ফলে শরনখোলা ও মোরেলগঞ্জ উপজেলার সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ বিভিন্ন জেলা শহরের সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এই দুটি উপজেলা থেকে প্রতিদিন কমপক্ষে ৪০টি পরিবহন দেশের বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যায়। তবে জরুরি প্রয়োজনে স্থানীয় ছোট নৌকা বা ট্রলার ব্যবহার করতে পারছেন।

বিজ্ঞাপন

সড়ক ও জনপথ বিভাগের বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ জানান, জনগণের অসুবিধার কথা বিবেচনা করে আগে থেকেই ফেরি বন্ধ রাখার বিষয়টি নোটিস দিয়ে ও মাইকিং করে জানানো হয়েছে। পন্টুন মেরামত জরুরি ছিল বিধায় সাময়িক এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে জনভোগান্তির কথা চিন্তা করে শুক্রবারের মধ্যেই সংস্কার কাজ শেষ করার চেষ্টা চালাচ্ছেন বলেও জানান এই কর্মকর্তা।

 

পন্টুন মেরামত ফেরি চলাচল বাগেরহাট

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর