ম্যালেরিয়া প্রতিরোধে প্রথমবারের মতো এলো ভ্যাকসিন
১৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:২২ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৪০
মশার কামড়ে হওয়া প্রাণঘাতী রোগ ম্যালেরিয়া থেকে মুক্তি দিতে এবারই প্রথমবারের মতো শুরু হচ্ছে ভ্যাকসিনের ব্যবহার। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) থেকে কেনিয়ায় বিভিন্ন অঞ্চলে নতুন এই ভ্যাকসিন পাওয়া যাবে। খবর বিবিসির।
প্রায় ৩০ বছর গবেষণা করে বর্তমান ভ্যাকসিনটি ব্যবহার উপযোগী করা হয়। আগামী তিন বছরে ৩ লাখ শিশুকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। দুই বছর পূর্ণ হওয়ার আগেই শিশুকে ৪ ডোজে দিতে হবে ম্যালেরিয়ার এই ভ্যাকসিন।
ধারণা করা হচ্ছে ম্যালেরিয়ার নতুন ভ্যাকসিনের ব্যবহার মারাত্মক ম্যালেরিয়ার প্রকোপ এক-তৃতীয়াংশে কমিয়ে আনবে। পৃথিবীর অন্যতম ভয়াবহ ও পুরনো এই রোগটিকে মোকাবিলা করতে নতুন ভ্যাকসিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে গবেষকদের ধারণা।
প্রাথমিকভাবে প্রতি দশজন শিশুর মধ্যে চারজন ভ্যাকসিন গ্রহণে সুবিধা পায় বলে পাইলট পর্যায়ে জানা গেছে।
প্রসঙ্গত, ম্যালেরিয়ায় প্রতিবছর ৪ লাখেরও বেশি মানুষ মারা যায়। যাদের অধিকাংশই শিশু।