পায়রা বন্দরের কাছে কার্গোবাহী জাহাজডুবি, ১৪ নাবিক উদ্ধার
১৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫১ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৪১
ঢাকা: বঙ্গোপসাগরের পায়রা সমুদ্রবন্দরের কাছে একটি কার্গোবাহী জাহাজডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পায়রা ফেয়ারওয়ে বয়ার কাছে উত্তাল সমুদ্রে এই ঘটনা ঘটে।
ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি আরগো। জাহাজডুবির খবর পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সাঙ্গু এমভি আরগোর ১৪ নাবিককে জীবিত উদ্ধার করেছে। এ ঘটনায় কেউ নিখোঁজ নেই।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আবদুল্লাহ ইবনে জায়েদ সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১২ নাবিক উদ্ধার
এর আগে, বৃহস্পতিবার প্রায় ১১০০ মেট্রিকটন কয়লা নিয়ে এমভি হীরা পর্বত-৮ নামের একটি জাহাজ বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ক্ষেত্রের কাছে ডুবে যায়। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথে সাঙ্গু গ্যাসফিল্ড এলাকায় গিয়ে উত্তাল সাগরে ঝড়ো হাওয়ার মধ্যে জাহাজটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এক পর্যায়ে সেটি ডুবে যায়।
হাজটি ডুবে যাওয়ার সময় ১২ নাবিককে ওই এলাকায় অবস্থানরত মাছ ধরার একটি নৌকার মাঝিরা উদ্ধার করে। পরে ওই নৌকায় করে তাদের চট্টগ্রামের পতেঙ্গার বিজয়নগরে পৌঁছে দেয়।