Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি শিক্ষার্থীদের উপর র‍্যাবের হামলায় আহত ৫


১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৫২

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনী র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

আহত শিক্ষার্থীরা হলেন, ভূগোল ও পরিবেশ বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান শুভ, রাষ্ট্রবিজ্ঞান ১১ ব্যাচের রবিউল, ১৪ ব্যাচ সাংবাদিকতা বিভাগের সুলাইমান, বাংলা বিভাগ ১৩ ব্যাচের আল-আমিন, ১৪ ব্যাচ পদার্থবিজ্ঞান বিভাগের তাওসীব।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষার্থীদের পরিবহনকারী উত্তরণ-২ বাসটি সায়দাবাদ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ওঠার মুখে পৌঁছালে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাসে থাকা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, উত্তরণ-২ বাসটি সায়দাবাদ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে পৌঁছানোর পর র‍্যাব-১০ এর গাড়ি (ঢাকা মেট্রো চ- ৫৩২২৩৭) ফ্লাইওভারে ওঠারমুখটি বন্ধ করে আড়াআড়ি দাঁড়িয়ে ছিলো। এ সময় শুভ নামের ১১ ব্যাচের শিক্ষার্থী গাড়ি সরাতে বললে র‍্যাবের গাড়ি থেকে কয়েকজন নেমে তাকে উপুর্যপুরি কিল-ঘুষি মারতে থাকে। এসময় অন্যরা বাস থেকে নেমে আসলে তাদেরকেও মারধর করা হয়। এরপর বাকি শিক্ষার্থীরা বাস থেকে নেমে সড়ক অবরোধ করলে র‍্যাবের গাড়িটি ফ্লাইওভারের উপর উঠে যায়।

বাসে থাকা ১১ ব্যাচের একাউন্টিং বিভাগের শিক্ষার্থী শরীফ বলেন, ওটা একটা সাদা গাড়ি ছিলো, র‍্যাবের গাড়ি আমরা বুঝতে পারিনি। শুভ গাড়িটি সরাতে বলাতে আমরা বুঝে ওঠার আগেই ওকে মারধর শুরু করে। ওর চোখে মুখে মারাত্মক জখম হয়েছে।

বিজ্ঞাপন

বাসের চালক হাসান বলেন, ফ্লাইওভারে ওঠার মুখে পৌঁছালে একটা সাদা রঙের হাইস আড়াআড়িভাবে দাঁড়িয়ে ছিলো। আমি দুইবার হর্ন দিলেও গাড়ি সরায়নি। এসময় শিক্ষার্থীরা গাড়ি সরাতে বললে মারধর শুরু করে। পরে শিক্ষার্থীরা সড়ক ঘিরে গাড়ি চলাচল বন্ধ করে দিলে র‍্যাবের গাড়িটি চলে যায়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, উপাচার্য মহাদয় র‍্যাবের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছেন। রোববারে তারা ক্যাম্পাসে এসে ক্ষমা চাইবেন বলে জানিয়েছেন। আমরা আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করেছি।

আহত ৫ জগন্নাথ ইউনিভার্সিটি টপ নিউজ র‌্যাবের হামলা শিক্ষার্থীদের উপর হামলা