মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু
১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৫:২৭ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৭:০২
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলায় খাসমহল বালুরচর উচ্চ বিদ্যালয়ের পাশের ভবনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে আসিফ মুন্সী (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আসিফ এবার খাসমহল বালুরচর উচ্চ বিদ্যালয়ের ২০১৯ জেএসসির পরীক্ষার্থী ছিলো। একই উপজেলার আসিফ মোল্লাকান্দি গ্রামের জামাল মুন্সীর ছেলে।
খাসমহল বালুরচর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আশরাফ ও বালুরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য আবুল হোসেন জানান, অষ্টম শ্রেণীর ছাত্র আসিফ বিদ্যালয়ের হাজিরার খাতায় অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে বিদ্যালয়ের পার্শ্ববর্তী একতলা ভবনের ছাদে গেলে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তারের সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছাদ থেকে নীচে পড়ে যায়। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে বেলা ১ টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।