সন্ত্রাসী ধরতে গিয়ে হামলার শিকার ওসি-এসআই
১২ সেপ্টেম্বর ২০১৯ ২২:০৫ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯ ২২:০৯
হবিগঞ্জ: হবিগঞ্জে চিহ্নিত এক সন্ত্রাসীকে গ্রেফতারের অভিযানে তার সহযোগীদের হামলার শিকার হয়েছেন নবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ও উপপরিদর্শক। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযানে সন্ত্রাসীদের হামলায় আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন— নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) পুলিশ পরিদর্শক উত্তম কুমার দাস ও উপপরিদর্শক (এসআই) ফখরুজ্জামান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসি তদন্ত উত্তম কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ মহাসড়কের আউশকান্দি এলাকায় সন্ত্রাসী সোহানুর রহমান মুসাকে ধরতে অভিযানে যায়। এসময় সন্ত্রাসীরা পুলিশের ওপর আক্রমণ করে। এসময় সন্ত্রাসীরা উত্তম কুমার দাস ও এসআই ফখরুজ্জামানের কুপিয়ে ক্ষতবিক্ষত করে চলে যায়।
খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসী মুছার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাকে ধরতে গিয়েই আমাদের দুই সহকর্মী মারাত্মক জখম হয়েছেন। পুলিশ মুছা ও তার সহযোগীদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে।
অভিযানে আহত ওসি-এসআই ওসি-এসআই আহত টপ নিউজ সন্ত্রাসী ধরতে অভিযান সন্ত্রাসীদের হামলা হামলার শিকার ওসি-এসআই