দেশে ব্যবসাবান্ধব সহজ পরিবেশ চান জার্মানির ব্যবসায়ীরা
১২ সেপ্টেম্বর ২০১৯ ২১:৪১ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫২
ঢাকা: বাংলাদেশে বিনিয়োগের জন্য ব্যবসাবান্ধব সহজ পরিবেশ চান জার্মানির ব্যবসায়ীরা। তারা বলছেন, এশিয়ার অর্থনীতিতে বাংলাদেশ খুবই ভালো করছে এবং ভবিষ্যতে আরও ভালো করার সুযোগ আছে। কিন্তু এর জন্য প্রয়োজন ব্যবসাবান্ধব সহজ পরিবেশ।
বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ বৃহস্পতিবার (১২ সেপ্টম্বর) গণমাধ্যমের কয়েকজন কর্মীর সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা খতিয়ে দেখতে জার্মানির ২৩ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল গত ৮ থেকে ১২ সেপ্টম্বর বাংলাদেশ সফর করেন। বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে জার্মানির ওই ব্যবসায়ী দলটি বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের কয়েকজন কর্মীর সঙ্গে মতবিনিময় করে।
পিটার ফারেনহোল্টজ বলেন, গত ২২ বছরের ইতিহাসে এবারেই প্রথম জার্মানির উচ্চপর্যায়ের কোনো বড় ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশে বিনিয়োগের জন্য সফর করছে। জার্মানি বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে চায়। বাংলাদেশের উচিত এই সুযোগ কাজে লাগানো।
জার্মানির রাষ্ট্রদূত আরও বলেন, সফররত ব্যবসায়ী দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীসহ বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। সবাই জার্মানি ব্যবসায়ী প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এবং বাংলাদেশে বিনিয়োগের জন্য উৎসাহ জুগিয়েছেন।
রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ বলেন, এশিয়ার অর্থনীতিতে বাংলাদেশ উদয়ীমান টাইগার। অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের প্রচুর সম্ভাবনা আছে। এই সম্ভাবনাকে কাজে লাগানোর প্রয়োজন। আমি প্রধানমন্ত্রীসহ বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে বলেছি, বাংলাদেশের অর্থনীতিকে আরও এগিয়ে নেওয়ার জন্য ব্যবসাবান্ধব সহজ পরিবেশ তৈরির প্রয়োজন রয়েছে। কেননা ১৯০টি দেশের মধ্যে ব্যবসাবান্ধব সহজ পরিবেশ র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৭৬তম। এই পরিস্থিতির উন্নতি হওয়া প্রয়োজন।
জার্মান ব্যবসায়ী প্রতিনিধি দলের প্রধান পিঠা ক্লাসেন বলেন, আমি পঞ্চাশের দশকে প্রথম বাংলাদেশ সফর করি। ওই সময়ের তুলনায় বাংলাদেশে এখন যে উন্নতি করেছে, তা আসলেই প্রশংসনীয়। অর্থনীতিতে বাংলাদেশের আরও উন্নতি করার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে আমরা বাংলাদেশে এসেছি। আমরা বাংলাদেশে বিনিয়োগ করতে চাই।
জার্মানির ব্যবসায়ী প্রতিনিধি দলটি জানায়, তারা বাংলাদেশে তৈরি পোশাক শিল্প, পাট, অবকাঠামো উন্নয়ন, আইটি, ইন্টেরিয়র ডিজাইন, শিপিং, পর্যটন ও পরিবেশ বিষয়ক প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে আগ্রহী।
জার্মান ব্যবসায়ী প্রতিনিধি দল জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ ব্যবসাবান্ধব সহজ পরিবেশ ব্যবসায়ী প্রতিনিধি দলের প্রধান পিঠা ক্লাসেন