ছাত্রদলের কাউন্সিলে আদালতের নিষেধাজ্ঞা, বৈঠকে বিএনপি নেতারা
১২ সেপ্টেম্বর ২০১৯ ২১:২৪ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৭
ঢাকা: আগামী শনিবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। এছাড়া ছাত্রদলের কাউন্সিল আয়োজনে কেন স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা জানতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ বিএনপি নেতাকে কারণ দর্শানোর নির্দেশও দিয়েছেন আদালত।
বিষয়টি নিয়ে কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতারা বৈঠকে বসেছেন বলে জানা গেছে বিএনপি ও ছাত্রদল সূত্রে।
ছাত্রদলের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমান উল্লাহর এক আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার চতুর্থ সহকারী জজ নুসরাত জাহান বিথি এ আদেশ দেন।
আরও পড়ুন- ‘সরিষায় ভূত’ দেখছেন ছাত্রদলের প্রার্থীরা
এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাবাংলাকে বলেন, বিষয়টি শুনেছি, এখনো দেখিনি। দেখার পর প্রতিক্রিয়া দেবো।
এ বিষয়ে জানতে ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকনের মোবাইল নম্বরে কল করলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। অন্য একটি সূত্রে জানা গেছে, তিনি ছাত্রদলের কাউন্সিল নিয়েই দায়িত্বশীল অন্য নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন।
এদিকে, ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদ প্রার্থী তানভীর রেজা রুবেল দাবি করেন, আজ বৃহস্পতিবার বিএনপি কার্যালয়ে ‘অফিস আওয়ারে’র পর আদালতের নোটিশ পৌঁছানোয় সেটি কার্যালয় থেকে গ্রহণ করা হয়নি। অন্যদিকে, তাদের কাউন্সিলের নির্ধারিত তারিখ পরবর্তী কর্মদিবস রোববারের আগেই।
রুবেল সারাবাংলাকে বলেন, আমার কাছে যতটুকু খবর আছে, আদালতের ওই নোটিশ আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছায় বিকেল ৫টার পর। অফিস আওয়ারের পরে নোটিশটি পৌঁছানোয় সেটি অফিস রিসিভ করেনি। নোটিশটি হয়তো পরবর্তী কর্মদিবসে (রোববার) রিসিভ করা হবে। কিন্তু আমাদের কাউন্সিল তার আগেই (শনিবার)। তাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের পার্টি মিটিংয়ে বসেছে। মিটিংয়ের পর কাউন্সিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
কাউন্সিলে ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী তানজিল হাসান সারাবাংলাকে বলেন, যেহেতু এটা আদালতের বিষয়, তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা বৈঠকে বসেছেন। সেখান থেকে সিদ্ধান্ত আসবে।
আরও পড়ুন-
ভোট চাইতে ৬৪ জেলায় ছাত্রদলের প্রার্থীরা
ছাত্রদলের কাউন্সিল দুই মাস পেছাল, নতুন তারিখ ১৪ সেপ্টেম্বর
ছাত্রদলের কাউন্সিল: সভাপতি পদে ২৭, জিএস পদে ৪৯ ফরম জমা
আদালতের নিষেধাজ্ঞা কারণ দর্শানো নোটিশ ছাত্রদলের কাউন্সিল নিষেধাজ্ঞা