Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু


৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৩২ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৩৪

মেডিকেল করেসপন্ডেন্ট

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার পশ্চিম মানিকদির একটি বাসায় রাশিদা বেগম (২৮) নামের এক গৃহবধূর ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়।

ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, মৃত্যুর বিষয়টি শুনেছি। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিহত গৃহবধূর জা নাজমা বেগম জানায়, তারা ২৯২ নম্বর পশ্চিম মানিকদির নিজ বাসায় থাকেন। রাশিদা তার স্বামী হোসেন আলী ও দুই সন্তান নিয়ে পাঁচ তলায় থাকতেন।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, সকালে শিপলু নামের এক আত্মীয় তাদের বাসায় আসে। সে জিজ্ঞাস করে হোসেন কয় তলায় থাকে। এর কিছুক্ষণ পর চিৎকার শুনতে পাই। পাঁচ তলায় গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় বিছানায় পরে আছে রাশিদা। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসি।

নাজমা জানায়, তাদের ধারণা শিপলুর ছুরিকাঘাত রাশিদার মৃত্যু হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পেটের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনএস

পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর