মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাদরাসাছাত্রের মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪৩
জয়পুরহাট: জয়পুরহাটের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (১৪) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শুক্তাহার এলাকায় জয়পুরহাট-আক্কেলপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
রবিউলের বাড়ি বেপারীপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুল হান্নান। সে দাদড়া জন্তিগ্রাম দাখিল মাদরাসায় অষ্টম শ্রেণিতে পড়তো।
তথ্যের সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, রবিউল মোটরসাইকেলে জামালগঞ্জ বাজারে যাচ্ছিল। শুক্তাহার এলাকায় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।