Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিলখানায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


১২ সেপ্টেম্বর ২০১৯ ০১:১৯

ঢাকা: রাজধানীর পিলখানা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে আনিকুল ইসলাম (২০) নামে এক শ্রমিক মারা গেছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের ভেতরে এই দুর্ঘটনা ঘটে।

আনিকুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার কাজীপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুল মালেক।

দুর্ঘটনা সময় আনিকুলের সঙ্গে কাজ করছিলেন তার মামাতো ভাই আব্দুল জব্বার। তিনি জানান, বিজিবি সদর দফতর এলাকায় চার নম্বর গেটের পাশে নির্মাণাধীন ১৫ তলা ভবনের ৭ তলায় কাজ করছিলেন তারা। আনিকুল রাজমিস্ত্রিকে সহযোগিতা করছিলেন। অসাবধানতাবসত হঠাৎ তিনি নিচে পড়ে যান।

তথ্যের সত্যতা নিশ্চিত করে নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) পাভেল আহমেদ জানান, ভবন থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

ভবন থেকে পড়ে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর