Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জের পোশাক কারখানা ঘুরে মুগ্ধ ব্রিটিশ হাইকমিশনার


১১ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানা দেখে মুগ্ধ হয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন ও তার স্ত্রী তেরেসা আলবর।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জের তেঁতলাবো এলাকায় এসিএস টেক্সটাইলস (বাংলাদেশ) লিমিটেড কারখানা পরিদর্শনে যান এই কূটনীতিক। তিনি ও তার স্ত্রী কারখানার কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনার জানান, উৎপাদিত পণ্যের গুনগতমান ও কাজের পরিবেশ দেখে তারা সন্তুষ্ট। এই কারখানাটি পরিববেশ বান্ধব। গোটা প্রতিষ্ঠান ঘুরে দেখে নিজেদের মুগ্ধতার কথাও জানান রবার্ট ডিকসন ও তেরেসা আলবর।

রবার্ট ডিকসন বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বৃটিশ সরকার এ উন্নয়নের ধারায় অংশীদার হতে চায়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, এসিএস টেক্সটাইল-এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ দাউদ আকবানী, পরিচালক ওভায়েস আকবানী ও সাশীন হাসান, নির্বাহী পরিচালক জহুরুল কবির প্রমুখ।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন সিএস টেক্সটাইলস (বাংলাদেশ) লিমিটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর