Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোসল করতে নেমে পুকুরে তলিয়ে গেল ২ শিশু


১১ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫৮

ফেনী: ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের নজির আহম্মদ বাড়িতে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে তিন শিশু পুকুরে গোসল করতে নামলে এদের মধ্যে দুইজেই মারা যায়।

নিহতরা হলো স্থানীয় সালেহ আহম্মদের মেয়ে নাজমুন নাহার আফরিন (৭) ও আকবর হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌস(৭)। তারা দুজনেই মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আহম্মদ মুনশী জানান, মাছিমপুর সরকারি প্রথামিক বিদ্যালয়ে ক্লাস শেষে বাড়ি ফিরে তিন শিশু পুকুরে গোসল করতে যায়। বড় দুইজন পুকুরের গভীরে তলিয়ে গেলে ছোট শিশু বিবি মরিয়ম বাড়িতে এসে খবর দেয়। পরে বাড়ির লোকজন উদ্ধার করতে গেলে তাদের মৃত অবস্থায় পায়। দুই শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন: প্রতিদিন পানিতে ডুবে মারা যায় ৪০ শিশু

পুকুরে ডুবে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর