Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামরাঙ্গীরচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার


১১ সেপ্টেম্বর ২০১৯ ২১:৩৬

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নাজিম মিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম মশিউর রহমান।

কামরাঙ্গীরচর থানার ওসি বলেন, গত ৯ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে কামরাঙ্গীরচরের মধ্য ইসলাম নগরের টিন শেডের একটি দোতলা ভবনের ছাদে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় নাজিম মিয়া। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এখনও সেখানে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ওইদিন রাতেই শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আমরাও ঘটনা শুনার পর থেকেই অভিযুক্ত নাজিমকে গ্রেফতারে অভিযান অব্যাহত রাখি। বরিশাল, মাদারীপুর, মুন্সিগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। দুপুরে তাকে মুন্সিগঞ্জে নদী বন্দরে বরিশাল থেকে ছেড়ে আসা একটি লঞ্চ থেকে গ্রেফতার করা হয়।

ধর্ষণের অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর