Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চিরকুট দেওয়া’ ঢাবি উপাচার্য ও ডিনের কুশপুত্তলিকা দাহ


১১ সেপ্টেম্বর ২০১৯ ২০:৩০

গত ১১ মার্চ অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সময় পরীক্ষা ছাড়াই ছাত্রলীগের ৩৪ নেতাকে উপাচার্যের ‘চিরকুট’ ও ডিনের সহায়তা ভর্তি করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য’র পাদদেশে উপাচার্য ও ডিনের কুশপুত্তলিকা দাহ করে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম `বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’এর নেতৃত্বে এই কুশপুত্তলিকা দাহ কর্মসূচিতে সংগঠনটির আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, ফারুক হাসান, বিন ইয়ামিন মোল্লা এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম ও আইন বিভাগের শিক্ষার্থী সালেহ উদ্দিন সিফাতসহ বিশ্ববিদ্যালয়ের কিছু সাধারণ শিক্ষার্থী অংশ নেন।

কুশপুত্তলিকা দাহ প্রসঙ্গে বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘ডাকুস নির্বাচনের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডিন যে কাজ করেছেন তার পরিপ্রেক্ষিতে আজ দুপুরে আমরা তিন দফা দাবি জানিয়েছি। এই তিন দফা দাবি না মানা পর্যন্ত আমাদের বিভিন্ন ধারাবাহিক কার্যক্রম চলমান থাকবে। তারই অংশ হিসেবে ভিসি স্যার ও ডিন স্যারের কুশপুত্তলিকা দাহ করা হবে। আমরা তাদের জানিয়ে দিতে চাই, আপনারা যে কাজ করেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের নিন্দাভরে স্মরণ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হৃদয়ে আপনাদের বিষয়ে কেবলই ঘৃণা, ঘৃণা এবং ঘৃণা রয়েছে। সেই ঘৃণার বহিঃপ্রকাশ তারা আপনাদের কুশপুত্তলিকা দাহ করার মাধ্যমে করছে।’

বিজ্ঞাপন

এর আগে দুপুরে ডাকসু নির্বাচনের সময় পরীক্ষা ছাড়া উপাচার্যের চিরকুট ও ডিনের সহায়তায় ছাত্রলীগ নেতাদের ভর্তি করিয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। মানববন্ধনে তারা তিনটি দাবি উত্থাপন করেন। এগুলো হলো- পরীক্ষা ছাড়া ভর্তি হওয়া ৩৪ জন ছাত্রলীগ নেতাকে অছাত্র ঘোষণা করা। পরীক্ষা ছাড়া ভর্তি হওয়া আট ডাকসু নেতার পদ শূন্য ঘোষণা দিয়ে উক্ত পদগুলোতে উপ নির্বাচন দেওয়া। পরীক্ষা ছাড়া উপাচার্যের চিরকুট ও ডিনের সহায়তায় ভর্তি হওয়ার ঘটনায় অভিযুক্ত বিশ্বিবদ্যালয় উপাচার্য ও অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলামের পদত্যাগ করা।

এসব দাবি মেনে না নেওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করার ঘোষণা দেন এসব শিক্ষার্থী। এরই ধারাবাহিকতায় উপাচার্য ও ডিনের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে বলে জানান তারা।

অধ্যাপক মো. আখতারুজ্জামান কুশপুত্তলিকা দাহ ঢা‌বি শিবলী রুবাইয়াতুল ইসলাম

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর