সাতক্ষীরার ডেঙ্গু রোগীর খুলনায় মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩১
সাতক্ষীরা: সাতক্ষীরার তালা সদর উপজেলার রহিমা বেগম (৪৩) নামে এক নারীর ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রহিমা তালা সদরের আটারই গ্রামের রফিকুল ইসলাম মোড়লের স্ত্রী।
এ নিয়ে সাতক্ষীরার মোট পাঁচজন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রহিমা বেগম মারা গেছেন বলে নিশ্চিত করেছেন।
রহিমা বেগমের ছেলে হারুন মোড়ল জানান, তার মা ডায়বেটিক রোগী ছিলেন। এর মধ্যে হঠাৎ তার প্রচণ্ড জ্বর হয়। জ্বর না কমায় তাকে উন্নত চিকিৎসার জন্য গত ৮ সেপ্টেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পরীক্ষায় ডেঙ্গু জ্বর ধরা পড়ে।
খুলনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ডেঙ্গু জ্বরে মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু