Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসক্রিমের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ করা সেই রনি গ্রেফতার


১১ সেপ্টেম্বর ২০১৯ ১৮:০৫

বরিশাল: মাদারীপুরের ডাসার উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে চতুর্থ শ্রেণির একটি শিশু ধর্ষণ মামলার আসামিকে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মামলার আসামি গ্রেফতারের কথা জানানো হয়।

র‌্যাব-৮ এর কমান্ডিং অফিসার (সিও) আতিকা ইসলাম বলেন, গ্রেফতার আসামির নাম রনি মজুমদার (২০)। তিনি মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা।

আতিকা ইসলাম জানান, গত ৪ সেপ্টেম্বর মাদারীপুরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে চতুর্থ শ্রেণির এক শিশুকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একটি একতলা ভবনের ছাদে নিয়ে ধর্ষণ করেন। এসময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান রনি।

এ ঘটনায় নির্যাতিত শিশুটির পরিবার মাদারীপুর সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। কয়েকদিন পালিয়ে থাকার পর অবশেষে রনিকে গ্রেফতার করা হলো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি ধর্ষণের কথা স্বীকার করেছেন বলেও জানান র‌্যাব-৮ এর প্রধান।

গ্রেফতার ধর্ষণ মামলার আসামি র‌্যাব-৮ শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর