বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত স্কুল ছাত্রের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫৮ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫৯
বরিশাল: বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জিহাদ (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১ টা ৪০ মিনিটে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত দশটায় জিহাদকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। তবে ভর্তির সময় তার অবস্থা গুরুতর ছিলো বলে জানান চিকিৎসকরা।
জিহাদ মুলাদী উপজেলার চরলক্ষিপুর গ্রামের বাসিন্দা। সে মুলাদির একটি স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ৪১ জনসহ বিভাগের জেলা, উপজেলা ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৬৭ জন ডেঙ্গু রোগী । হাসপাতালগুলোতে নতুন ও পুরাতন মিলিয়ে ২১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।