বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২
১১ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২৬ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২৭
বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকসহ দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে বগুড়া-নাটোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নন্দীগ্রাম কালিশ পুনাইল ফাজিল মাদ্রাসার শিক্ষক তাফাজ্জল বারী বুলবুল (৪২) ও নুরুল ইসলাম (৪৫)। দুজনই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় আরও চার জন আহত হয়েছেন বলেও জানা যায়।
হাইওয়ে পুলিশ জানায়, রাত সাড়ে ৮ টার দিকে বগুড়ার নন্দীগ্রামমুখী একটি অটোরিকশা গোহাইল বাসস্ট্যান্ড এলাকায় থেমে ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই জন মারা যান।
পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ট্রাকের ড্রাইভার ও হেলপার ঘটনার পরপরেই পালিয়ে যায়।