বরিশালে ডেঙ্গু রোগীর সংখ্যা স্থিতিশীল
১১ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১২ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৪
বরিশাল: বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা স্থিতিশীল অবস্থায় রয়েছে। বিভাগের বিভিন্ন হাসপাতালে বুধবার (১১ সেপ্টেম্বর) ডেঙ্গু জ্বরে আক্রান্ত নতুন ভর্তি রোগীর সংখ্যা ৬৭ জন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এই সংখ্যা ছিল ৬৬ জন। আর এর আগের দিন সোমবারে ছিল ৬৮ জন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ৪১ জনসহ বিভাগের জেলা, উপজেলা ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৬৭ জন
ডেঙ্গু রোগী। হাসপাতালগুলোতে নতুন ও পুরাতন মিলিয়ে ২১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বরিশালে ডেঙ্গু রোগী কমে আসতে শুরু করেছে। সেপ্টেম্বরের পর এই রোগীর সংখ্যা আরও কমে আসবে মনে করেন তিনি।