Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাইগ্রিস তীরে আইএস ঘাঁটিতে ৪০ টন কার্পেট বোম্বিং যুক্তরাষ্ট্রের


১১ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৭ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৮

ইরাকের তাইগ্রিস নদী সংলগ্ন কানুস দ্বীপে আন্তর্জাতিক জঙ্গিবাদী দল ইসলামিক স্টেট (আইসিস) ঘাঁটিতে ৪০ টন বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র তথা যৌথ বাহিনী। দেশটির নেতৃত্বাধীন জোটের যুদ্ধবিমানগুলো থেকে কার্পেট বোম্বিংয়ের মাধ্যমে গোটা ঘাঁটি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

সামরিক বাহিনীর পক্ষ থেকে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক ভিডিও টুইট বার্তায় এ তথ্য জানানো হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবর দিচ্ছে।

বিজ্ঞাপন

টুইটারে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে তাইগ্রিস নদীর তীরবর্তী বিভিন্ন অংশে একের পর এক বোমা পড়ছে ও তা বিষ্ফোরিত হচ্ছে।

টুইটের ক্যাপশানে এই হামলার নাম উল্লেখ করা হয়েছে অপারেশন ইনহেরেন্ট রিজলভ (ওআইআর)। আর যৌথবাহিনীর মুখপাত্র কর্নেল মাইলেস বি ক্যাগিনকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে,  ইউএসএএফসেন্ট এফ-১৫, এফ-৩৫ জেট থেকে ৩৬ হাজার কেজি বোমা দায়েশ (আইসিস) অধ্যুসিত দ্বীপটিতে ফেলা হয়েছে।

ভিডিওতে আরও দেখা যায় কানুস দ্বীপটির উপরে ধোয়ার কুণ্ডলি উড়ছে।

সারাবাংলা/এমএম

আইএস আইসিস ইরাক কার্পেট বোম্বিং টপ নিউজ যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর