বান্দরবানে রুপালী ঝর্ণায় নেমে কলেজছাত্রের মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৪১ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯ ২১:৪৭
বান্দরবান: বান্দরবানের রেইচা এলাকার ঘোনাপাড়ার রুপালী ঝর্ণায় পড়ে তাহসান আহমেদ (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তার বাড়ি রাজধানীর ঢাকার রামপুরা এলাকায়। তাহসান আইডিয়াল কলেজের ছাত্র।
স্থানীয়রা জানায়, সকালে ঢাকা থেকে কয়েকজন পর্যটক বেড়াতে এসে রুপালী ঝর্ণায় গোসল করতে নামে। এক ছেলে পানিতে ঝাঁপ দিয়ে আরেকজনের গায়ে পড়ে। এতে ওই ছেলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. এনামুল হক ভূঁইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।