Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবা পৌঁছে দিতে গিয়ে দুই মাদরাসা ছাত্র আটক


১০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর একটি আবাসিক হোটেল থেকে দুই মাদরাসা ছাত্রকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা কয়েকজন ক্রেতার কাছে ইয়াবা পৌঁছে দিতে এসেছিল।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

এরা হলো— আবু তাহের (২৪) এবং মো. এহছান উল্যাহ (২০)। এর আগে গতকাল (সোমবার) গভীর রাতে নগরীর টেরিবাজারে হোটেল আল ইমামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ আরও জানায়, তাদের কাছে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে।

আবু তাহেরের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা বাজার এলাকায়। তার বাবার নাম আব্দুর রহিম। তাহের চট্টগ্রামের পটিয়ার জামেয়া আল ইসলামিয়া মাদরাসার ছাত্র। এহছান বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের শামুকছড়া গ্রামের নুরুল হকের ছেলে। সে চট্টগ্রামের শুলকবহর এলাকায় জামেয়া মাদানিয়া মাদরাসার ছাত্র।

মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, হোটেল আল ইমামের ৭১৯ নম্বর কক্ষে তারা ইয়াবা নিয়ে অবস্থান করছিল। চট্টগ্রামের কয়েকজন ক্রেতার কাছে সেগুলো হস্তান্তর করার কথা ছিল। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, পড়ালেখার পাশাপাশি বেশ কিছুদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে তারা চট্টগ্রামে বিক্রি করছিল।

ইয়াবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর