Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেন্নাই থেকে জেএমবি নেতা আটক


১০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪৩

ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেসন এজেন্সি (এনআইএ) চেন্নাইয়ের নিলানকারাই থেকে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) এক নেতাকে আটক করেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
আসাদুল্লাহ রাজা (৩৫) নামের ঐ জেএমবি নেতা প্রায় দশ মাস ধরে চেন্নাইয়ের একটি ভাড়া বাড়িতে আত্মগোপন করে ছিলেন। তিনি পশ্চিম বাংলার বুরদোয়ান এলাকার অধিবাসী।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এনআইএ ও চেন্নাই পুলিশ আসাদুল্লাহর ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

তিনি চেন্নাইয়ে কোনো সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিলেন কি না, সে বিষয়ে তদন্ত করে জানাতে পারবেন বলে এনআইএ কর্মকর্তারা জানিয়েছেন।

আসাদুল্লাহকে আলাদুরের একটি ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর পুনরায় তাকে হায়দ্রাবাদে এনআইএ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

আটক এনআইএ কলকাতা চেন্নাই জেএমবি পুলিশ হায়দ্রাবাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর