Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু


১০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৩৯

কুষ্টিয়া: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় মিনা খাতুন (২১) নামের এক গৃহবধূ মারা গেছেন। তিনি ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। মৃত মিনা খাতুন ভেড়ামারা উপজেলার কাজিহাটা গ্রামের আবু রাইহানের স্ত্রী। কুষ্টিয়ায় এটিই প্রথম ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মিনা খাতুনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

ডাঃ মো. আসাদুজ্জামান বলেন, গত ৮ সেপ্টেম্বর দুপুরে মিনা খাতুন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় গতকাল সোমবার রাতে তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হলেও মিনা খাতুন সেখানে যাননি। সকালে তিরি মারা যান।

এদিকে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে আরও ২০ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি হন এই ২০ রোগী।

বর্তমানে কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে শিশুসহ মোট ৬৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত কুষ্টিয়ায় মোট ৮০৫ জন ডেঙ্গু রোগী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

কুষ্টিয়া ডেঙ্গু ডেঙ্গুতে মৃত্যু

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর