Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকল ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩


১০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৩৫

বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার বাবুরবাড়ী এলাকায় নির্মাণাধীন রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র সড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাবুরবাড়ী এলাকায় এক ইটবাহী বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। ট্রাকটির নিচে থেকে চালক, তার সহকারী মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এতে একজন গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

কাঁটাখালী হাইওয়ে পুলিশ ও বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত তিনজনের মরদেহ বাগেরহাট মর্গে পাঠিয়েছে। আহত একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রাকের ধাক্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর