অটোরিকশার চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৯ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১০
নাটোর: বাড়িতে থাকা অটোরিকশা চার্জে দিতে গিয়ে নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কাদের (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার সিংগারদহ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আব্দুল কাদের একই গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে।
তেবাড়িয়া ইউপি চেয়ারম্যান ওমর ফারুক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত কাদেরের তিন সন্তান রয়েছে।
পারিবারিক সূত্র জানায়, সকালে বাড়িতে থাকা অটোরিকশার চার্জে দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুল কাদের। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।