রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তরে যুক্তরাষ্ট্রের এজেন্ট
১০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৯
রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এর একজন এজেন্টের অস্তিত্ত্ব খুঁজে পেয়েছে ক্রেমলিন কর্তৃপক্ষ। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভের বরাতে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে স্পুটনিক নিউজ।
এর আগে, ২০১৭ সালে সিএনএন জানিয়েছিল যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তরের অভ্যন্তরে তাদের একজন এজেন্টকে বিশেষ দায়িত্বে নিয়োজিত রেখেছে। এখন তারা ঐ এজেন্টের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
ক্রেমলিনের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে জানান, অলেগ স্মোলেঙ্কোভ নামের ঐ সাবেক রুশ কর্মকর্তাকে মার্কিন মিডিয়া সিআইএ এজেন্ট হিসেবে দাবি করেছে। যিনি প্রেসিডেন্টের প্রশাসনিক কর্মকান্ড পরিচালনার সাথে জড়িত ছিলেন। তাকে অনেক আগেই চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্ট এবং প্রশাসনের সাথে তার কোন ধরনের যোগাযোগ নেই।